আপাতনিরীহ গরুপূজারিরা একটি বীভৎস ও বর্বর ধর্মাচার পালন করে থাকে। নাম – গাধিমাই। অনুষ্ঠিত হয় প্রতি পাঁচ বছরে একবার। এই সময় ধর্মের নামে অর্থাৎ এক দেবীকে তুষ্ট করার ছুতোয় একটি স্থানে কয়েক লক্ষ পশুবধ করা হয়। এ বছর হত্যা করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ পশু! একটি মাঠে এবং দু’দিনে!
যারা মনে করে, নিজেদের স্বার্থ আদায়ের পথ সুগম হয় পশুহত্যার মাধ্যমে, তাদের নির্বুদ্ধিতা সীমাহীন। বস্তুত এই কুৎসিত বিশ্বাস মানুষের মগজে গেঁথে দেয় ধর্ম। সত্যি বলতে, ধর্মের চেয়ে অসভ্য, বর্বর ও নিষ্ঠুর আর কোনও প্রথা নেই।
Leave a Reply