শিরোনাম দেখে প্রলুব্ধ হলে ভুল করবেন। ধর্মপচানি নানাবিধ ভিডিওর লিংক ছোট্ট বর্ণনাসহ প্রকাশ করা হবে এই সিরিজে, যা (অনিয়মিতভাবে) ঢাকা সময় রাত বারোটায় প্রকাশ পাবে বলেই এই নামকরণ
১.
ছহীহ পিছলামির টিপিক্যাল ও অনুকরণীয় নিদর্শন। ছাই দিয়ে ধরতে গেলেও এরা পিছলে যায়। এদের ধর্মের নামই যে পিছলাম! খ্রিষ্টপন্থী টিভি চ্যানেল ফক্স নিউজ সাবা আহমেদ নামের পিছলা এক মুছলিমাকে একেবারে কোণঠাসা করে ফেলেও তার পিছলামির কাছে পরাজিত হলো।
http://youtu.be/luMWpQqWkfY
(৫.৫৯ মিনিট)
(৫.৫৯ মিনিট)
এই মুছলিমার মুষলধারে ‘ধোলাই’ খাওয়ার আরেকটি ভিডিও। তবু লজ্জা হয় না এদের!
http://youtu.be/-Wred1cAai0
(৪.৩৭ মিনিট)
(৪.৩৭ মিনিট)
২.
অর্ধনগ্ন মেয়েদের পেছনে সময় নষ্ট না করে বেহেশতী হুরের কথা মাথায় রাখার উপদেশ দিচ্ছে খুদে মুছলিম বালক।
http://youtu.be/w2TUsezhB2k
(১.৩৯ মিনিট)
(১.৩৯ মিনিট)
৩.
ফ্লাইং স্প্যাগেটি মনস্টার নামের ঈশ্বরের উদ্দেশে গাওয়া চার-গলার কোরাসে অংশ নিয়েছে মাত্র একজন। কোনও বাদ্যযন্ত্র নেই। কিন্তু কী অদ্ভুত! ক্যামনে যে পারে! পাস্তাফারিয়ান ধর্মের অনুসারীরা গানটা শুনে বলুন, রামেন!
http://youtu.be/yiffJfYdZWg
(১.৫১ মিনিটি)
(১.৫১ মিনিটি)
৪.
পৃথিবীকে সমকামীমুক্ত করার তরিকা খুঁজে বের করেছে এক খ্রিষ্টান ধর্মযাজক। তার মতে, বাইবেলের বাণী মেনে নিয়ে প্রত্যেক সমকামীকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। এই চুতিয়া একটা ব্যাপার খেয়াল করেনি; সমকামীদের জন্মদাতা কিন্তু সমকামীরা নয়। অতএব এই ‘সমস্যার’ মূলোৎপাটন করতে হলে কী করতে হবে, সে কি ভেবে দেখেছে?
http://youtu.be/-7Sixv7uQOM
(২.০৬ মিনিট)
(২.০৬ মিনিট)
Leave a Reply