[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে “ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর” নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
৭১.
– কেন দাঁড়িয়ে প্রসাব করা নিষেধ? (রিয়াদ)
– উত্তপ্ত মুরুভূমিতে খাড়ায়া মুতলে বাষ্প হয়ে যাওয়ার সম্ভবনা আছে মুতের। ভূ-গর্ভস্ত পানির লেভেল ঠিক রাখতে এই কালচার চালু হইছে। (নীহার সিদ্দিকী)
৭২.
– জ্বিনের লগে “ইয়ে” করতে গেলে কী কী করা লাগবে? “ইয়ে” করা কি আদৌ পসিবল? “ইয়ে” করতে চাইলে রিস্ক ফ্যাক্টর কী কী হইতারে? মনে করেন “ইয়ে” করা পসিবল হলো; সেক্ষেত্রে বাচ্চা পয়দা হবে? হলে তাকে কী বলা হবে? জ্বিনুষ? (ঔপপত্তিক ঐকপত্য)
– জ্বিন কিন্তু আগুনের তৈরী। সুতরাং খুব সাপধান। সবেধন নীলমনি বংশদণ্ডখানা পার্মানেন্ট হোগামারা খেয়ে যেতে পারে। সতর্ক হউন পলিবেনজিমিডাজোল ফাইবারের তৈরী কনডম ব্যবহার করুন (ইমরান ওয়াহিদ)
#
– এইটা জানেন না? খাড়ান একটা হাদীস শুনাই – হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেন: হিজড়ারা জীনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস (রাঃ) কে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে। জবাবে তিনি বলেছিলেন “আল্লাহ্ ও রাসুল (সাঃ) নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সংগম না করে”, সুতরাং কোন মহিলার সঙ্গে তার ঋতুস্রাব কালে সংগম করা হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ঐ মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। (মানুষ ও জীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলাম এ বলা হয় “খুন্নাস”)।
প্রমাণসুত্র: সূরা বানী ইস্রাইল- আর রাহমান -৫৪, ইবনে আবি হাতিম, হাকিম তিরমিজি। (Rafee Shams)
৭৩.
– আমরা যদি আমাদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আমাদের মায়ের কাছ থেকে পাই, তাহলে আদম তার মাইটোকনড্রিয়াল ডিএনএ কার কাছ থেকে পাইছে? (Horus Surjodeb)
– মমিনরা বিপদের সময় আল্যারেই মা-বাপ ডাকে। (দাঁড়িপাল্লা ধমাধম)
– মাটির থিকা (Allama Soytaan)
৭৪.
– চুমু খাওয়া কি হারাম? (শহীদুজ্জামান শহীদ সরকার)
– সেইটা নির্ভর করে কোথায় খাচ্ছেন; যেমন – কালো পাথরে চুমু খাওয়া ওয়াজিব। (ঔপপত্তিক ঐকপত্য)
৭৫.
– পৃথিবী যেখানে সূর্যের চারদিকে ঘোরে, সেখানে আল্লাহ বছরকে “সৌরবর্ষ” না করে “চন্দ্রবর্ষ” করলো কোন আক্কেলে? (ঔপপত্তিক ঐকপত্য)
– ইয়্যাল্লাফাকের রাসুল মাইয়াদের মাসিক হিসাবের জন্য চন্দ্রের হিসাব করিতেন (চান্দ্রমাস) আর হেই হান থাইকাই চন্দ্রবর্ষ…। (Mahmud Reza)
৭৬.
– এমন একটা ধর্মের নাম জানতে চাই যেটারে মক/ ব্যঙ্গ করা যায় না। (Allama Soytaan)
– আগুনের ধর্ম, পানির ধর্ম, অক্সিজেনের ধর্ম… (Shovon Dhar)
#
– পাস্তাফারিয়ান। এই ধর্ম নিজেই মকিং ধর্ম। পারলে মক কইরা দেখান। (ইমরান ওয়াহিদ)
৭৭.
– আবু দাউদ শরীফে (৩২:৪০৩৭) আছে, মহিলাদের ব্যবহার করতে হবে গন্ধবিহীন সুগন্ধি। গন্ধবিহীন ‘সুগন্ধি’ জিনিসটা কী? (Neon Seven)
– অস্তিত্বহীন আল্লাহ্ যেরকম, গন্ধবিহীন সুগন্ধিও ঠিক সেরকমই। (বিজ্ঞানমনষ্ক অবিশ্বাসী)
৭৮.
– ঈশ্বরের মূল সমস্যাটা কী? তিনি একা নাকি বহু, তা বুঝতে তাঁর এত সময় লাগলো কেন? সঠিকভাবে নিজের নামটাও বা তিনি জানেন না কেন? (ইমরান ওয়াহিদ)
– কারণ উনি মাল্টিপল সিন্ড্রোম ডিজওর্ডারে আক্রান্ত! (Mahmud Reza)
৭৯.
– কোনো কোনো মুমিন ফেসবুক লেখক নিজেকে “নাস্তিকদের যম” বলে দাবি করেন। লেখনী দিয়ে কি নাস্তিক বধ করা যায়? তাহলে কীভাবে তাঁরা নাস্তিকদের যম? (Farzana Akter)
– অনেকটা ছাল নাই কুত্তার, নাম রাখে টাইগার টাইপ আরকি! (Iz Kollan)
#
– আসলেই তো “যম”, দেখেন না, যুক্তি দিয়ে না পেরে হত্যার হুমকি দেয়! (বিজ্ঞানমনষ্ক অবিশ্বাসী)
৮০.
– আল্লা কি মুমিনদেরকে ভালোবাসে? আল্লা ‘কুন ‘ বলে দিলেই তো সব হয়ে যায়। সেটা না করে আল্লা অযথা তার প্রিয় মুমিন বান্দাদেরকে অলওয়েজ দৌড়ের উপর রাখে কেনু? (জীবীত ভুতের তরবারি)
– কিডায় কইছে কুন কইলেই সব হইয়া যায়? তাইলে লাহাবরে তো কত কিছুই কইছে, লাহাবের কিছুই হয় নাই কেন ? (বাঙাল চাষা)
আগের পর্বগুলো:
Leave a Reply