অস্ট্রেলিয়ায় ইছলামবিরোধী একটি সংগঠন তাদের আন্দোলন চালানোর জন্য অর্থোপার্জনের লক্ষ্যে এক ধরনের ওয়াইন বিক্রি করতে শুরু করেছে, যেটার নাম: Hal & Al’s 72 Virgins.
নামের ভেতরে প্রচ্ছন্নভাবে ‘হালাল’ শব্দটির ব্যবহারও লক্ষণীয়।
বোতলের গায়ে সাঁটা লেবেলে লেখা আছে, “অষ্ট্রেলীয় এই মদ্যপান আপনার বেহেশতগমনে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।”
৬ বোতলের একটি বক্স-এর মূল্যও রাখা হয়েছে ৭২ অস্ট্রেলীয় ডলার।
Leave a Reply