শিরোনাম দেখে প্রলুব্ধ হলে ভুল করবেন। ধর্মপচানি নানাবিধ ভিডিওর লিংক ছোট্ট বর্ণনাসহ প্রকাশ করা হবে এই সিরিজে, যা (অনিয়মিতভাবে) ঢাকা সময় রাত বারোটায় প্রকাশ পাবে বলেই এই নামকরণ
১.
একে একে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে খিলাফত প্রতিষ্ঠা করে গোটা বিশ্বকে মুছলিম জাহান বানিয়ে ফেলার স্বপ্নদোষাক্রান্ত মুছলিমদের জন্য একটি ভিডিও: নিজস্ব খিলাফত প্রতিষ্ঠা করুন।
http://youtu.be/ouq3Gw5BX8U
(২.১৩ মিনিট)
২.
ধর্মের সঙ্গে কোনও সম্পর্ক নেই, স্রেফ এক আরবীয় ব্যক্তির কাণ্ড।
http://youtu.be/ChZQwPRlkCA
(০.১৪ মিনিট)
৩.
স্টিফেন হকিং-এর জীবন নিয়ে বানানো ডকুমেন্টারি: A Brief History of Mine. অর্ধেক পর্যন্ত দেখেছি। খুব ভালো লাগছে। সবচেয়ে মুগ্ধ হয়েছি যে-ব্যাপারে: ঘোর অসহায় অবস্থাতেও তিনি কখনও রসবোধ হারাননি।
http://youtu.be/PRLPPzU6PWs
(১.২৮ ঘণ্টা)
৪.
ধর্মযাজকের হাতে চুমু খাওয়াটা খ্রিষ্টধর্মের রীতি। অনুসারীরা এই চুম্বনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকে। কিন্তু হাতে চুমু খাওয়ার এই প্রথা একেবারেই সহ্য করতে পারে না এক ধর্মযাজক। অনুসারীরা চুমু খাবার চেষ্টা করলে তার প্রতিক্রিয়া হয় দেখার মতো!
http://youtu.be/f3fzy4H4VyY
(১.২৮ মিনিট)
৫.
পিতৃহারা এক খুদে বালিকাকে ধর্মীয় কায়দায় সান্ত্বনা দিতে এসে পিচ্চির ঠোঁটকাটা কথায় চোদনা হয়ে যায় দু’জন। Rescue Me নামের বিখ্যাত এক টিভি সিরিয়ালের একটি অংশ থেকে।
http://youtu.be/gb1sM3CdUgU
(২.৩৪ মিনিট)
Leave a Reply