লিখেছেন: আরিফুর রহমান
আওয়ামী লীগ এবং উগ্র ধর্মান্ধ আওয়ামী সমর্থক ভেক ধারীদের সাথে অশ্লীল যোগ নিয়ে কথা উঠলে যাদের সেন্টুতে সুরসুরি লাগে… বুঝে নেবেন তারা ইসলামিস্ট দালাল।
এরা সউদি এজেন্ট, সরাসরি পাকি সমর্থন না করতেই পারে এখন, কিন্তু সময় আসলে, আওয়ামী লীগের ওপর ভর করে পলিটিক্যাল ইসলাম যখন বাংলাদেশে রাজত্ব করবে পুরোদমে (এখনই লক্ষণ স্পষ্ট), যখন আওয়ামী লীগের চেহারা আজকের বিনপির মতো হবে, তখন এরা দেখবেন পাকিস্তানের জয়গানও গাইবে।
এই ভেকধারীরা যুগে যুগে আওয়ামী লীগকে টেনে নিয়ে গেছে জামাতের কাছে, যেই জামাত/ ইসলামিস্ট আবার ভান করে আওয়ামী শত্রু হবার।
আওয়ামী ভেক ধারী জামাতীদের ব্যাপারে আমরা অনেকদিন ধরেই বলে আসছি, সিলেটে কামরান, বরিশালে হাসনাত উদাহরন হিসেবে একেবারে চোখের সামনেই।
আর চোখের আড়ালে আরো কতো শতো রয়ে গেছে, আমাদের কোন খোঁজ নেই।
‘ইসলাম গেলো’ রব উঠলেই আমাদের আওয়ামী হৃদয় শর্ট সার্কিট হয়ে মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা সব পাছায় ঢুকিয়ে রেখে আমরা হয়ে যাই এক একটা ছোটখাটো বিন লাদেন। জয় বাংলা চিৎকার দিয়েই আমরা হামলে পড়ি প্রগতিশীল ও মানবতা’র কর্মীদের ওপর।
অসুস্থতাই মনে হয় আমাদের শরীরের পরিচায়ক হয়ে গেছে, সুস্থতার কথা উঠলেই তাই পিটিয়ে অসুস্থ বানাতে হয় আমাদের নিজেদেরই।
Leave a Reply