লিখেছেন শ্রোডিঞ্জারের বিড়াল
ভার্সিটিতে থাকার সময় ইরানী এক মেডিকেল স্টুডেন্ট-এর সাথে পরিচয় হয়, সে ডাক্তারী পড়তে বাংলাদেশে এসেছিল। যাই হোক বিভিন্ন কারণে তার সাথে প্রায়ই দেখা সাক্ষাৎ/আড্ডা হতো।
একদিন কী নিয়ে কথা হচ্ছিলো, মনে নেই, কিন্তু সে বলে, “আমি খুবই ভাগ্যবান যে, আমার জন্ম মুসলিম ঘরে হয়েছে। একজন শিয়া হয়ে আমি খুব গর্বিত।”
তার এই কথাটা আমাদের ফ্রেন্ড গ্রুপে বেশ ধাক্কা হিসেবে এসেছিলো। কারণ আমরাও একই কথাই ভাবতাম। ইসলাম সম্পর্কে বাপ-মা আর স্কুলের ইসলাম শিক্ষা বই থেকে পাওয়া ডক্ট্রিন-গত ইসলামী জ্ঞান জেনে, কোরান বা হাদিস কখনো সম্পূর্ণ না পড়েও আমরা তার মতই ভাবতাম যে, ইসলামই সত্য ধর্ম এবং “মুসলিম ঘরে জন্ম হয়ে আমরা খুবই ভাগ্যবান।”
কিন্তু তার আর আমাদের মাঝে বিশাল একটা তফাত ছিল: সে ভাবতো সে শিয়া ঘরে জন্ম হয়ে ভাগ্যবান, সে বেহেশতে যাবে; আমরা ভাবতাম সুন্নী…
আমাদের ইসলামী জ্ঞান তখন খুব বেশি না থাকলেও এতটুকু আমরা জানতাম যে, সুন্নিরা সঠিক হলে শিয়ারা সঠিক হওয়া সম্ভবই না এবং ভাইস ভার্সা। যে কোনো একদলই বেহেশতে যাবে। অথচ ওই বলদ ইরানী শিয়াটা কিনা ভাবে, সে শিয়া হয়ে গর্বিত, ভাগ্যবান! হায়রে বলদ, সুন্নিরাই যে সঠিক, এটাও জানস না?
And then it hits us, like a 10 ton rock. আমরা শুধু জন্মের কারণেই নিজেদের বিশ্বাসকে কতটা আকড়ে ধরে আছি, শুধু জন্মের কারণেই নিজেদের সেক্ট-কেই সঠিক মানছি, সেও তো একই কাজই করছে! আমাদের আর তার মাঝে খুব বেশি পার্থক্য তো নেই!
সব ধর্মের মানুষই ভাবে, কাকতালীয়ভাবে তারই জন্ম হয়েছে সঠিক ধর্মে, সে কত না ভাগ্যবান। সঠিক ধর্মে জন্মের জন্য স্রষ্টাকে ধন্যবাদ দেয়াও কিন্তু অস্বাভাবিক নয়। আমি ধন্যবাদ দিতাম আল্লাহকে, হিন্দু ঘরের ছেলে দেয় ভগবানকে, ইহুদি ঘরের ছেলে কিন্তু ইয়াওয়ের কাছেই সঠিক ধর্মে জন্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
বর্তমান মানব সভ্যতায় ৯৮% মানুষই যে ধর্মের যে সেক্টে জন্ম হয়, সেটিকে সত্য জেনে, সেটিকে অনুসরণ করেই জীবন কাটিয়ে দেয়। ধর্মান্তরের ঘটনা অতি অতি নগণ্য।
কেউই কিন্তু ভাবতে চায় না, What makes me so different? Why should I be so lucky, so right? And why should most other people of humanity be blatantly wrong?
আপনি বাকিসব ধর্মকে নাস্তিকের চোখে, স্কেপটিকের চোখে দেখেন, কিন্তু শুধু নিজের জন্মগত ধর্মের সময় আপনার চোখে থাকে বায়াস-এর চশমা। একবার চশমাটা খুলে দেখুন।
আপনি যখন বুঝতে শিখবেন, কেন আপনার কাছে নিজের ধর্ম ছাড়া বাকি সব ধর্মকেই অযৌক্তিক বা ভুয়া মনে হয়, তখনই আপনি বুঝতে পারবেন, কেন আমার কাছে আপনার ধর্মটাকেও অযৌক্তিক ও ভুয়া মনে হয়।
Leave a Reply