[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে “ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর” নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
৮১.
– অন্য ধর্মকে কটাক্ষ না করে কি ইসলাম প্রচার সম্ভব? (বাঙাল চাষা)
– চাপায় ঘুষি না মেরে যদি বক্সিং খেলা সম্ভব হয়, তাইলে ইসলাম প্রচারও সম্ভব! (ইমরান হাসান নীহার)
৮২.
– আযান দিতে একটু দেরি হলে কি য়াল্ল্যা মারা যায়? (Tamanna Jhumu)
– তার অবস্থা ডায়াবেটিস রোগীর লাহান, টাইমে টাইমে ক্লিয়ার না করলে জামা কাপড় নষ্ট কইর্যা ফালান! (Mahmud Reza)
৮৩.
– ইসলাম নাকি শান্তির ধর্ম, তা এই ধর্মে কেন বেশি জঙ্গি সংগঠন? (Subhra Mondal)
– সারা বিশ্বকে “শান্তি”র আওতায় আনার জন্য। (বিজ্ঞানমনষ্ক অবিশ্বাসী)
৮৪.
– বোরাকের কেন ফসিল নাই, বোরাক কি মরে নাই? (সেক্যুলার ফ্রাইডে)
– আল্লার মাল আল্লা নিয়ে গেছে। (Shiji Sejuti)
৮৫.
– ভিতরের সম্পর্কটা হিসাবে করলে বোনের মতই হবে – এমন তিন বোনকে দাদা-বাপ-পোলা – তিনজন মিলে বিয়ে করেছিল। এই ছয়জনের নাম-পরিচয় কী? (দাঁড়িপাল্লা ধমাধম)
– মুসলমান মুসলমান ভাই ভাই, শ্বশুর-জামাতা ভেদাভেদ নাই! (বিজ্ঞানমনষ্ক অবিশ্বাসী)
৮৬.
– বলা হয়, “সব কিছু আগে থেকেই ঠিক করা – সব আল্লাহর তরফ থেকেই হয়”; আবার বলা হয় “নিজ নিজ বুদ্ধি-বিবেক দিয়া চলার কথা”: স্ববিরোধিতার এর চাইতে সহজ উদাহরণ আছে কি? (ঔপপত্তিক ঐকপত্য)
– আছে, নামাজ পড়ার সময় ঘুষের টাকা হাতে না ধরে পাঞ্জাবীর পকেটে ঢুকিয়ে দিতে বলা। (Prabir Acharjee)
৮৭.
– মুমিনেরা সন্ধ্যায় একটু বেশি ভালমন্দ খাওয়ার লাগি সারাদিন রোজা রাখবার পারে, কিন্তু ভেস্তে এত এত নুরাণী খাওন আর হুরপরীর স্বচ্ছ বদন থাকিবা সত্ত্বেও ইনারা ইহকালে ভুরি আর পুরির লাগি এত লালায়িত কিতার লাগি? (Mahmud Reza)
– হুই মিয়া, ৭২ হুরী পুন্দানি আর মালে ডুইবা মাল খাওন অনন্তকাল করা চুদন আছে। সামান্য নেট পের্যাকটিস কইরা নিব, সেইডাও আপ্নেগো মতন নাস্তেকগো সয় না। (অনুসন্ধানী আবাহন)
৮৮.
– আল্যায় কাপড়চোপড় কিছু পরে, নাকি ল্যাংটা থাকে? (কৌটিল্য চানক্য)
– কাপড়চুপড় আল্লারে পরে। বিকজ আল্লা সর্বব্যাপী! (জল্লাদ মিয়া)
৮৯.
– কেয়ামতের পর হাশরের ময়দানে সবকিছুর ফায়সালা হওয়ার কথা যদি ঠিক থাকে, তাহলে মানুষের মৃত্যুর পর কেয়ামতের আগেই কবরে দোযখের আযাব বা বেহেশতের প্রশান্তি কিভাবে হবে? (Neon Seven)
– ওইটা তো শুধুই ট্রেইলার, ফুল ফিল্ম হাশরের পর চালু হবে ! (Mahmud Reza)
৯০.
– স্বর্গের ইন্টারনেট স্পীড কয় G হইতারে? (Allama Soytaan)
– স্বর্গের ইন্টারনেটের কোনো G নাই, খালি G spot আছে… (Sayeed Anwar Topu)
আগের পর্বগুলো:
Leave a Reply