আস্তিক ভাইদের কাছে একটি সহজ কোচ্চেন: এই শত-সহস্র বিধাতার ভিড়ে ঠিক আপনার বিধাতাটিই কেন সত্য এবং বাকিগুলো ভ্রান্ত, তার একটি সরল, বোধগম্য ও গ্রহণযোগ্য যুক্তি দিতে পারবেন?
সুস্থমস্তিষ্ক ও চিন্তাক্ষম কোনও ব্যক্তি নির্দিষ্ট কোনও এক বিধাতার ওপরে বিশ্বাস স্থাপন করে কোন যুক্তির ভিত্তিতে, জানতে বড়ো সাধ হয়।
বিধাতা-তালিকা দেখে আরও একটি ব্যাপার স্পষ্ট হয়ে ওঠে, সিংহভাগ বিধাতা এখন মৃত। এক সময় যাদের মনে করা হতো সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান, তারা এখন মরে ভূত!
তাদের পরিণতির করুণ ইতিহাস থেকে যে-ব্যাপারটি স্পষ্ট প্রতীয়মান হয়ে ওঠে, তা হচ্ছে: বর্তমানেরগুলোও নিশ্চিতভাবেই পটল তুলবে একটা সময়ে। অর্থাৎ অতীতের বিধাতা যেহেতু বর্তমানের মিথ, তাই বর্তমানের বিধাতা – ভবিষ্যতের মিথ। এবং সকলেই জানে, মিথ ও মিথ্যার ভেতরে তফাত কি খুব বেশি?
আরও ১১টি ছবি এখানে।
Leave a Reply