ইছলামী জঙ্গিরা শিশু-কিশোরদের ছোট বলে অবহেলা করে না মোটেও, এবং করে না বৈষম্যমূলক আচরণও। প্রাপ্তবয়স্কদের তারা যেভাবে হত্যা করে, শিশু-কিশোরদের বেলায়ও সেটার ব্যত্যয় হয় না। তারপর দেখুন, জিহাদের পথে এসে যুদ্ধ করবে শুধু বড়োরা? তা কেন! সেই সুযোগ থেকে শিশু-কিশোরদের বঞ্চিত করা কি উচিত? না, সেটা করেও না ইছলামী জঙ্গিরা। তারা নানান কৌশলে শিশু-কিশোরদের নিয়ে আসে জিহাদের পথে, তাদেরকে ব্যবহার করে যুদ্ধে, রণক্ষেত্রে, আত্মঘাতী বোমা হামলায়।
এ বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট, ভিডিও ও ছবি:
১.
তালিবানরা কীভাবে শিশু-কিশোরদের গড়ে তোলে আত্মঘাতী বোমারু হিসেবে, সে বিষয়ে বিবিসি-র বিশদ রিপোর্ট।
২.
সিরিয়ার আর ইরাকে যুদ্ধ করার জন্য আইসিস শিশু-কিশোরদের প্রলুব্ধ করে কী উপায়ে, তার বিস্তারিত কাহিনী এখানে।
৩.
আল কায়েদাই বা পিছিয়ে থাকবে কেন! তারা এমনকি চার বছরের শিশুকেও গুলি চালানোর শিক্ষা দেয়। শিশুযোদ্ধাদের কাহিনী পড়ুন।
৪.
আইসিস শিশুদের গড়ে তুলছে জিহাদী হিসেবে।
ভিডিও লিংক: http://youtu.be/sLXJeAVPRG4
৫.
মগজধোলাই বা ঘুষ দিয়ে কাজ না হলে অপহরণ – এই হচ্ছে আরেক ইছলামী জঙ্গিদল আল শাবাব-এর শিশুযোদ্ধা নিয়োগ-পদ্ধতি।
৬.
বোকো হারাম (মতান্তরে বোকাচোদা হারামজাদা) নামের ইছলামী জঙ্গিদল শিশুদের ব্যবহার করে শুধু গুপ্তচর হিসেবেই নয়, অনেক সহিংস কাজেও।
৭.
বিশেষ যুদ্ধশিক্ষা ক্যাম্পে যোগ দিতে শিশুদের প্রলুব্ধ করে ধাপে ধাপে প্রশিক্ষণ দেয় ইছলামিক স্টেট।
৮.
যুদ্ধে অংশগ্রহণকারী দুই কিশোরের জবানবন্দি হিউম্যান রাইট ওয়াচ-এর ভিডিওতে।
যুদ্ধে অংশগ্রহণকারী দুই কিশোরের জবানবন্দি হিউম্যান রাইট ওয়াচ-এর ভিডিওতে।
ভিডিও লিংক: http://youtu.be/yUN2g-T-Oog
৯.
কোরান পাঠ থেকে শুরু করে যুদ্ধ – সবকিছু শেখার ব্যবস্থা রেখেছে আইসিস। একটি বিস্তারিত রিপোর্ট।
১০.
ছয় বছর বয়সী শিশুদেরও ইছলামীরা দিচ্ছে আত্মঘাতী বোমারু হবার প্রশিক্ষণ। অন্যদের ব্যবহার করছে মানবঢাল হিসেবে।
১১.
শরিয়াসম্মতভাবে শিরশ্ছেদ করার শিক্ষা দেয়া হচ্ছে ছয় বছর বয়সী শিশুদেরও। এছাড়া কালাশনিকভ চালানোর প্রশিক্ষণ তো আছেই।
শরিয়াসম্মতভাবে শিরশ্ছেদ করার শিক্ষা দেয়া হচ্ছে ছয় বছর বয়সী শিশুদেরও। এছাড়া কালাশনিকভ চালানোর প্রশিক্ষণ তো আছেই।
১২.
আইসিস-এর পক্ষে অংশগ্রহণকারী ও সমর্থনকারী রুশ মুছলিমরা একেবারেই শিশুদের মগজধোলাই করছে নানান প্রক্রিয়ায়, কিশোরদের হাতে-কলমে ধারণা দিচ্ছে অস্ত্র সম্পর্কে। ভিডিওটি রুশ ভাষায় হলেও ঘটনা বুঝে উঠতে অসুবিধে হয় না।
ভিডিও লিংক: http://youtu.be/4VHgaKtmm1c
১৩.
ইছলামী জিহাদীরা আইসক্রিম ও খেলনার প্রলোভন দেখিয়ে হত্যাশিক্ষা দিচ্ছে শিশুদের। তিন বছর বয়সী শিশু বলতে শিখছে: “কাফের? তাহলে আমি বলছি, তাদের হত্যা করা হবে।”
Leave a Reply