[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে “ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর” নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
১০১.
– সকল ধর্মই কম বেশি নারীকে অবমুল্যায়িত এবং হেয় প্রতিপন্ন করলেও নারীরাই সবচেয়ে বেশি (পুরুষদের তুলনায়) ধর্ম পালন করে কেন? (Mahmud Reza)
– পুরুষের সোদায় তৃপ্তি না পাইয়া বাড়তি হিসাবে ধর্মের সোদা খাইতে চায়। (দাঁড়িপাল্লা ধমাধম)
#
– পরম সুখ কি কোনও পুরুষ দিতে পারে? সেইটা পারে একমাত্র আল্লাহ। (Mahfuz Sazal)
১০২.
– ইসলাম নারীকে দিয়াছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা। কিন্তু ইসলামে একজনও নারী নবী নাই কেন? নবী কি তাহলে মর্যাদাবান পদ নয়? (আবদুল্লাহ আল তারেক)
– নবী হওয়া না, পা টিপার দায়িত্বই সর্বোচ্চ মর্যাদা, ভুল বকেন কেন! (Shirin Sultana Boby)
১০৩.
– মুসলামনরা দাবি করে থাকে – ‘সকল মুসলমানের অধিকার সমান।’ তাহলে নবী একসাথে ১৩ খান বিবি রাখতে পেরেছে, কিন্তু সাধারণ মুসলিমরা একসাথে ৪ জনের বেশি রাখতে পারে না কেন? (Neon Seven)
– নবীর অশ্বক্ষমতা বেশি ছিলো, তাই… (ঔপপত্তিক ঐকপত্য)
#
– নবী হইলেন আল্লাহর দোস্ত, আমনেও কি তাই নাকি! (মূর্খ চাষা)
১০৪.
– ছবিটি তুলেছেন জাকারিয়া হাসান মুন্না নামের একজন ফটোগ্রাফার। তিনি নিজে কোন ক্যাপশন খুঁজে পাচ্ছেন না। আপনারা এই সাহায্যটুকু ইচ্ছা করলে করতে পারেন। (Neon Seven)
– চারটা কিনেছিলাম। এটা তোমার জন্য। (Prabir Acharjee)
#
– নিলে নাও, নইলে অন্য বিবিদের দিয়া দেবো। (Tamanna Jhumu)
১০৫.
– স্বর্গে কি টয়লেট আছে ? (Ruman Sharif)
– বেহেস্তে তো হাগু-মুতুর কারবার নাই, টয়লেটের তাই কুনু কুচ্চেনই উঠে না। তয় স্বর্গে থাকবার পারে। স্বর্গে মানুষের আচরণ তুলণামূলক মানবিক হবে বলেই পড়েছি, সুতরাং মানবীয় প্রয়োজন দেখা দিতেই পারে, টয়লেটও থাকতেই পারে। তবে সেই টয়লেট স্যানিটারি হপে, না বৈদিক স্টাইল হপে – এ ব্যাপারে আমি অবগত নই। (অনুসন্ধানী আবাহন)
১০৬.
– ওয়াজ্বিমরা ওয়াজ করার সময় বিকট এবং ধমকের সুরে ওয়াজ ফরমান কেন? (Mahmud Reza)
– ছাগলের পাল লাইনে রাখার জন্য। (Shiji Sejuti)
১০৭.
– নবীজির কয়খানা শস্যক্ষেত্র মোবারক ছিল? (Tamanna Jhumu)
– গণিতশাস্ত্রের চেয়ে গণিমতের মাল অনেক বেশি আকর্ষণীয়। (Mahmud Reza)
১০৮.
– অমুখাপেক্ষী, সর্বশক্তিমান আল্লাহ জাল্লাশানুহু কি আত্মহত্যা করতে ফাইরবে? (ঔপপত্তিক ঐকপত্য)
– আল্লাহ্ সবই পারেন, শুধু তার ইসলামি বান্দাদের চাপাবাজি বন্ধ করা ছাড়া! (বিজ্ঞানমনস্ক অবিশ্বাসী)
১০৯.
– কোন ধর্মের বিরুদ্ধাচরণ করা যদি ব্লাউজফেমি হয় তবে মুহাম্মদও ব্লাউজফেমি করেছেন। কারণ তিনি পিচলাম প্রচার করতে গিয়ে অন্যান্য ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তবে তার শাস্তি হয়নি কেন? (জল্লাদ মিয়া)
– কারণ ব্লাউজের ফেমের ব্যাপারে উনার চেয়ে আর ভালো কেউ জ্ঞান রাখিতেন না! কিভাবে ব্লাউজ খুলিতে হয়, তার চেয়ে কেউ ভালো জানেন নাকি, এই জ্ঞানে উনিই ফেমাস । (Mahmud Reza)
১১০.
– আল্লাহ কি এমন একটি পাথর বানাতে পারবে, যে-পাথরটার ভার আল্লাহ বহন করতে পারবে না! (ক্রাঁশিয়া ক্রাইম)
– কেনু বানাইছে তো, পাকিস্থান বানাইছে না ? (বাঙাল মূর্খ চাষা)
আগের পর্বগুলো:
Leave a Reply