নবীজির কয় গণ্ডা স্ত্রী, তা নিয়ে নানান তথ্য পাওয়া যায়। ধর্মকারীর পাঠক ছাগলনাইয়ার বনলতা সেন একটি ছওয়াবের কাজ করেছিলেন। তিনি ইছলামী পত্রিকা “মাসিক আদর্শ নারী” পত্রিকা থেকে একটি পৃষ্ঠা স্ক্যান করে পাঠিয়েছিলেন ধর্মকারীতে। নবীজির বিবিদের তালিকাসহ বিবিধ তথ্য আছে সেখানে।
তালিকায় লক্ষ্য করে দেখুন, ৫৪ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে নবীজি বিয়ে করেছে মাত্র নয়বার! তাকে বিয়াপাগলা বুড়া বলা যাবে না কোন যুক্তিতে?
আরও একখানা প্রশ্ন: কোনও মোমিন মোছলমানের চারখানা পত্নী থাকলে তাদের প্রত্যেককে অর্ধাঙ্গিনী না বলে এক-অষ্টমাঙ্গিণী বলাই কি যুক্তিযুক্ত নয়?
নবীজির বিবিদের বিষয়ে তিনটি কার্টুন:
বানিয়েছেন দিগম্বর পয়গম্বর
Leave a Reply