বাংলাদেশের মুছলিমদের ভেতরে অত্যন্ত জনপ্রিয় ওয়াজজীবী আব্দুর রাযযাক বিন ইউসুফ, যে বলেছিল, “ঢাকা শহর যদি নড়ে উঠে, তাহলে উপরটা চলে যাবে এক হাজার কোটি কিলোমিটার নিচে”, তার এবারের ওয়াজটি অনেকটা নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির ধাঁচে।
ওয়াজের ভিডিও থেকে ট্র্যান্সক্রিপ্ট বানিয়েছেন দাঁড়িপাল্লা ধমাধম।
বিদ্রোহী ওয়াজ
আমি মুছলিম চির রণবীর, মরণকে করি না ভয়।
আমি ছবিকে কবর দিতে এসেছি।
আমি মূর্তিকে লাত্থি দিয়ে ভাঙতে এসেছি!
তুমি জানো না, আমি মুসলিম?…
তুমি যখন বিজাতিতে চলে গেছ, সেটা তোমার ব্যাপার।
তুমি তো পহেলা বৈশাখ মানো, আমি কি হিন্দুর বাচ্চা?
আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি নাকি আমি পহেলা বৈশাখ মানবো?…
তুমি বলো কী! তুমি জানো না আমি মুসলিম?
আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি-ভাঙা নীতি,
আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি-ভাঙা নীতি,
আমি পহেলা বৈশাখকে কবর দিতে এসেছি…
আমি হিন্দুর ঘরে জন্ম নিইনি,
আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়।
মরলে শহীদ, বাঁচলে গাজী – আমার উভয়ই সমান…
Leave a Reply