– কেন আজও যে যে সুনির্দিষ্ট ভুলগুলোর জন্য গোটা মুসলমান সমাজের বৈশ্বিক ভুমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেই ভুলগুলোকে আজ অবধি বিচক্ষণ মুসলমান পণ্ডিতেরা তালিকাভুক্ত করতে, ধিক্কার দিতে, তিরস্কার করতে, এবং দণ্ডবিধান রুজু করতে ব্যর্থ হয়েছেন?
– কেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আজ পরম সহিষ্ণুতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তে বর্বরতা, স্বৈরতন্ত্র ও রাজতন্ত্র রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে?
– কেন মুসলমান দেশগুলো দরিদ্রতম হওয়া সত্ত্বেও সেখানে সম্পদের অসম বণ্টন এত নগ্নভাবে পরিলক্ষিত?
– কেন শিক্ষা ও জ্ঞানচর্চায় মুসলমান সমাজগুলোই সবচাইতে পিছিয়ে?
– কেন অধিকাংশ মুসলমান সমাজে আজ জিহাদের ছদ্মাবরনে উগ্রবাদী ও সন্ত্রাসী মতাদর্শ অধিকতর জনপ্রিয়? কেন জীবন তাদের কাছে যেন খোলামকুচি?
– কেন মুসলমান সমাজে ছবি তোলা হারাম কি হালাল সেটা নিয়ে গুরুগম্ভীর আলোচনা হয়, কিন্তু AK47 বা কালাশনিকভ কেনা ও ব্যবহার হারাম কি হালাল, সেটা নিয়ে কদাপি আলোচনা হয়না? একেবারেই নৈব নৈব চ?
Leave a Reply