“মহা” শব্দটা দেখি আসলেই খুব মূল্যবান। এই যেমন ধরেন মূল্যবানের আগে মহা লাগাইয়া মহামূল্যবান বানাই দিলে মূল্যবান শব্দটা মহামূল্যবান হয়ে যায়।
তারপর ধরেন, সেই ১৯৫৩ সাল থেকেই আমাদের দেশী উন্মাদ মাত্র ২০টাকা। কিন্তু উন্মাদ যদি বিদেশী হয়, তাহলে তো যেই সেই উন্মাদ নয়! ইহার আগে অবশ্যই মহা লাগানো উচিত। সেই থেকে মহাউন্মাদ।
আবার ধরেন, এই বাড়ির কাছের পাবনা থেকে ছাড়া পেলে আমরা তারে ম্যাড বলি। আরেকটু দূর, মানে ধরেন রাঁচি থেকে বের হলো। সেটা অবশ্যই আরো ম্যাড হবে। নইলে অতদূরে হবে কেন! যদি আরো অনেক অনেক দূরের কোন গুহা থেকে কেউ ছাড়া পায়, তাহলে মহাম্যাড না বললে কী তার সম্মান থাকে?
আবার দেখেন, এই “বাংলা” হইলে তারে আমরা বলি মদ। খাইলে নেশা হয় বটে, তবে বেশীক্ষণ থাকে না। কিন্তু যদি সেটা বিদেশী হয়? কেয়ামতের আগ পর্যন্ত নেশাগ্রস্থ হয়ে যাবেন। তাই তাকেও সম্মান কইরা আমাদের বলতে হবে মহামদ।
জয়, মহাউন্মাদের জয়!
জয়, মহাম্যাডের জয়!!
জয়, মহামদের জয়!!!
Leave a Reply