বিবিসি-কে দেয়া তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকার শুনুন:
ধর্মকারীর কথা:
আন্তর্জাতিক চাপ সৃষ্টি ছাড়া প্রবল সংখ্যাগরিষ্ঠ মুছলিমদের এই দেশে এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার হবে – এমন আশা করার কোনও ভিত্তিই আসলে নেই। হুমায়ুন আজাদ ও থাবা বাবা হত্যার ঝুলে-যাওয়া বিচার, আসামীদের জামিন পাওয়ার ঘটনা আশাবাদ জাগায় না। ওই বিচারগুলোর প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হবে না। কারণ গড়পড়তাভাবে মুছলিম জনমত ইছলাম-সমালোচকদের হত্যাকারীর বিচারের বিপক্ষে।
তবে সংখ্যায় বিপুল এই মানবতাবোধবিবর্জিত, অন্ধকার-করোটিধারী গোষ্ঠীকে অখুশি করে অভিজিৎ হত্যার বিচার করতে সংশ্লিষ্ট কোনও মহল আন্তরিকভাবে উৎসাহী হবে না বা যথাযথ উদ্যোগ নেবে না। এটা আরও স্পষ্ট হয়ে ওঠে হত্যাকারীদের চিহ্নিত করে আটক করার ব্যাপারে প্রশাসনের গড়িমসি ও কালক্ষেপণের প্রবণতা লক্ষ্য করে।
তবু বুকে আশা বাঁধি: যদি কোনও ক্ষমতাবান বা ক্ষমতাবতীর সুমতি ও বোধোদয় হয় কোনওদিন!
Leave a Reply