সুকুমার রায়ের ‘ভয় পেয়ো না‘ অনুসরণে লিখেছেন ধর্ম দানব
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না
ধর্ষণ বা বস্ত্রহরণ? ওসব আমি পারবো না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব? বাসায় কি মা-বোনটি নেই?
যৌনক্ষুধা দেখছ চোখে, ভয় পেয়েছ কতই না!
জানো না মোর নপুংশতা, কাউকে আমি গুঁতোই না?
এস আরো কাছে এস, শরীরখানা ধরতে দাও,
নারী ‘ভোগ্যপণ্য’ নয়, তা দেখেছে কি কেউ কোথাও?
মুখে আমার খিস্তি শুনে, হচ্ছে নাকি খুব ঘৃণা?
জন্ম তোমার হতোই না তো পুং-পাঁজরের হাড় বিনা!
অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরব নাকি জোর চেপে?
কাছে এস, নইলে কিন্তু যাচ্ছি আমি খুব ক্ষেপে!
আমি আছি, বন্ধু আছে, আছে আরও নয় ছেলে
সবাই মিলে ছিঁড়ব পোশাক মিথ্যে অমন ভয় পেলে।
পরছো শাড়ি নাভির নিচে, বোরখা কোথায়? হিজাব নেই?
ঈমানদন্ড দিচ্ছে গুঁতো, তোমার শরীর দেখছে যেই।
পুরুষ আমি। শ্রেষ্ঠ আমি। স্রষ্টা? সে তো পুরুষ হায়!
নারী তুমি, হীন তুমি। ধর্ষণ? সেও তোমার দায়!
Leave a Reply