লিখেছেন পুতুল হক
১.
ভুমিকম্পের পর চাচাকে ফোন করে খোঁজ-খবর নিচ্ছিলাম। চাচা বললেন:
– নাসারাদের জন্য এই সমস্ত গজব আসে।
আমি বললাম:
– গজব নাসারাদের না দিয়ে আমাদের দেশে দেয় কেন? এ দেশে সবাই তো ধরতে গেলে মুসলমান।
চাচা বলেন:
– আসলে নাসারাদের ব্যবহার ভালো কিন্তু মুসলমানদের ব্যবহার ভালো না।
আমি তখন বলি:
– ওরা মুসলমানদের চাইতে মানুষ হিসেবে বেশি ভালো।
চাচা স্বীকার করে নেন। পরে আমতা আমতা করে বলেন:
– ওরা যে আল্লায় বিশ্বাস করে না।
আমি জিজ্ঞেস করলাম:
– আল্লাহ নাসারাদের সৃষ্টি করে তিনিই যদি ঠিক করে রাখেন সবার ভাগ্য, তাইলে তাঁদের দোষ কী?
তিনি আমাকে বলেন:
– তুমি সব সময় আজেবাজে কথা বল।
তারপর ফোন রেখে দিলেন।
২.
ভার্চুয়াল জগতে যাদের আইডি হারাতে হয় মত প্রকাশের জন্য বাস্তব জগতে তাঁরা প্রাণ হারাবে সেটাই স্বাভাবিক।
৩.
নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করলো, আর নবী বলল তাকে খুন করতে। এজন্য নবী প্রতারণাকেও বৈধ করে দিলো। আল্লাহর ইচ্ছা হলো, মানুষ তৈরি করলো। নবীর ইচ্ছা হলো, মানুষ মারতে বললো। মগের মুল্লুক আর কী!
হায় হায়! কী বলি! মগের মুল্লুকে তবু মানুষ বাস করতে পারে, কিন্তু মুসলমানের মুল্লুকে শুধু মুসলমান বাস করতে পারে, কোনো মানুষ নয়।
Leave a Reply