ধর্মবিশ্বাসীরা নিজ নিজ ধর্মের নামে মানবহত্যাযজ্ঞে লিপ্ত হয় অবলীলায়। সুযোগ পেলে প্রায় যে কোনও ধর্মই হয়ে ওঠে বিধ্বংসী, বর্বর ও অমানবিক। ‘ইছলাম শান্তির ধর্ম’ – কথাটি এখন কৌতুকে পর্যবসিত হয়েছে। ওদিকে শান্তির ধর্ম হিসেবে বহুল প্রচারিত বৌদ্ধধর্মের দাঁত ও নখ প্রকট হয়ে উঠেছে মিয়ানমারে।
ইহা ছহীহ বৌদ্ধধর্ম নহে – এই পোস্ট দেখে এ কথা বলবে অনেকেই, যাদের ভেতরে থাকবে বৌদ্ধদৌর্বল্যে ভোগা কিছু নাস্তিকও।
ওপরের কার্টুনটি বোঝার সুবিধার্থে…
Leave a Reply