মহানবী একবার সাহাবিদের বললেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য তোমাদের সকলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসতে হবে তোমাদের নবীকে। তবেই তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে।
তখন হযরত উমার বললেন, ইয়া নবী! আমি আপনাকে আমার পরিবার থেকে বেশি ভালবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে কম। আমি সব চেয়ে বেশি আগে আমার জীবনকে ভালবাসি, তারপর আপনাকে ভালবাসি।
উমারের কথা শোনে নবী করীম বললেন, হে উমার, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি।
এ কথা শুনে হযরত উমার বললেন, ইয়া নবী! আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালবাসি।
একদা নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলন। তিনি মুসলমানদের কাছ থেকে যুদ্ধের সরঞ্জামাদি, সাহায্য আহবান করলেন। অনেকেই অনেক কিছু নিয়ে এলো। কেউ উট, কেউ খাবার এবং আরো আরো কিছু নিয়ে এলো। শেষে এলো একজন মহিলা। তার কোলে একটা ছোট দুধের বাচ্চা। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিজন্য এসেছ?
মহিলাটি বলল, ইয়া রাসুলাল্লাহ! আমার স্বামী গত যুদ্ধে মারা গেছে। রেখে গেছে এই ছোট বাচ্চাটি। আমার সম্বল বলতে এই সন্তান ছাড়া আর কিছুই নেই। আমি একে ইসলামের খেদমতে দান করতে চাই।
নবীজি বললেন, এই বাচ্চাটি আমাদের কোন কাজে আসবে?
মহিলাটি বলল, যখন আপনাকে শত্রু পক্ষ হতে তীর নিক্ষেপ করবে, আপনি এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন।
নবীজি বাচ্চাটিকে ইসলামের খেদমতে নিয়ে নিলেন।
Leave a Reply