আজকাল যৌনাবেদনময়ী আর ধর্মাবেদনময়ীদেরই বাজার!
ফেসবুকে এইটা আপলোড দিয়ে একটা এক্সপেরিমেন্ট চালাইলাম। তাতে বুঝলাম, এদেশের মানুষের ধর্মানুনুভোদার চাইতে দলানুগতভোদা কোন অংশে কম নয়। আর সবচাইতে বড় ভয়ের ব্যাপার হইল, দেশের বেশির ভাগ মানুষ দুইটা ফ্যামিলির কাছ থিকা সোদা খাইতে খাইতে এমনই অভ্যস্ত হইয়া গেছে যে এর বাইরে আর কিছু চিন্তাও করতে পারে না।
(কি প্যান্দের সিস্টেম! বড় ছবিটা প্রথম পাতায় দেখায় কেন? ঐ এডমিন আপনের সিস্টেম ঠিক করেন।)
Leave a Reply