কেন এলে না
ও মোদের ঝরে আঁখি জল
কেমন আছে শফি বল
কাঁদে ছাগুমন
বিজিবি আর র্যাবের ঠেলায়
ঘাম ঝরে যায় রে
পুলিশ আইসা লাঠি মারে
তোমার উছিলায় রে
সারাদিনভর খাড়া রইলাম
তুমি আইলা না রে শফি
পালালি কেন শফি বল
কাঁদে ছাগুমন
ঘামে কি আর মানে দাবী
বিনা রক্তের ঢলে
ক্ষমতা কি দেয়রে শফি
যদি না দেয় ডলে
তোমার লাগিয়া শফি
হইলো মোদের পরাজয়
ভাগলি কেন শফি বল
কাঁদে ছাগুমন
কৃতজ্ঞতাঃ রাধারমণ দত্ত
Leave a Reply