• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

দু’টি ছড়া

You are here: Home / ধর্মকারী / দু’টি ছড়া
October 10, 2015

লিখেছেন আব্রাহাম রাশেদ

সুরা ছড়া
আলিফ লাম মিম
জোকার নায়েক টিম
ধর্ম নেশায় ঝিম 
নাচে তা ধিম ধিম 
নয়া সাইন্স থিম
(‘ধরা’ নাকি) উট পাখিটার ডিম
আলিফ লাম মিম!
#
সেরা সওয়াব
সওয়াব আছে যাকাত দেওয়ায়, সওয়াব আছে সওমে
ইবাদতের মুষল ধারা থাক মুসলিম কওমে
সওয়াব আছে হজ্ব করাতে আর ফিতরা-জাকাতে
সওয়াব আছে তাহাজ্জুদ ও তারাবীর সব রাকাতে
সওয়াব আছে, সুখও আছে বিবি-বাঁদী সহবতে
আরও আছে অঢেল সওয়াব মোর নবীজির মোহবতে
সওয়াব আরও আছে জেনো ঢিলা এবং কুলুখে
করলে জেহাদ অনেক বেশি সওয়াব তামাম মুলুকে
সবচে’ বেশি সওয়াব কিসে, মনটা যে চায় জানতে,
শহীদ হওয়ায়? কিংবা নাকি তার জানাজায় কানতে?
মুফতি, আলেম, মৌলবী, পীর, মোল্লা, হুজুর সকলে
ফতোয়া দিলো, “সেরা সওয়াব হয় নাস্তিক কতলে!”
Category: ধর্মকারীTag: ছড়া
Previous Post:নিত্য নবীরে স্মরি – ২০৭
Next Post:নামাজরঙ্গ – ৪২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top