• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

দীনের নবী হযরত মোহাম্মদ/ আমি কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল — নকুলের গান

You are here: Home / চুতরাপাতা / দীনের নবী হযরত মোহাম্মদ/ আমি কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল — নকুলের গান
April 12, 2013

হিন্দুধর্মে “কথিত শূদ্রবর্ণের লোকেরা মন্দিরের প্রণামীর বাক্সে হাত দিয়ে টাকা ফেললেও প্রণামীর বাক্স বা মন্দির কোনোটাই অপবিত্র হয় না। এমন কি, সেই টাকায় ঠাকুর-দেবতার নৈবিদ্য কিনলেও পূজা অশুদ্ধ হয় না। কিন্তু কোনো নিম্নবর্ণের ভক্ত যদি পূজারীকে ছুঁয়ে দেয় তখন পূজারীকে আবার স্নান করে অথবা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হয়ে তবে পূজায় বসতে হয়।” –এমনি একটি বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে নকুল কুমার বিশ্বাসের একটা গান ছিল–

//বর্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
সাহা-কুণ্ডু-ব্রাহ্মণ-মুচি কোন্‌ বর্ণে জন্ম কাহার।//

সম্পূর্ণ লিরিক=>

মানুষে মানুষে ভেদাভেদ করেই সৃষ্টি হয়েছে নানা ধর্মের। আবার সেই ধর্মের মধ্যেই আছে নানা জাত-পাতের কাহিনি! ধর্মের বাজারে এক অদ্ভুত সংযোজন শান্তির ধর্ম ইসলামও কোন অংশে কম না। ধর্মভেদ-জাতিভেদের করাল গ্রাস থেকে ইসলামও রেহাই পায় নাই। আর এ নিয়ে আশির দশকে ইসলামের একটা অন্যতম কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে খোদ আল্লার কাবা ঘরের সম্মুখে!

//A violent clash between Shia pilgrims and demonstrators and the Saudi Arabian security forces during the Hajj pilgrimage, which led to the deaths of over 400 people, occurred in Mecca on 31 July 1987.//

বাকিটা সংক্ষেপে পড়ে নেয়া যাক নকুলের এই গানের কথায়। সেই সাথে চিন্তাশীল মানুষ মাত্রই কেন নাস্তিকতার পথে পা বাড়ায়, সেটাও আশা করি কিছুটা পরিস্কার হবে এই গানে।

=================================

দীনের নবী হযরত মোহাম্মদ
আমি কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল
দেখি শান্তির ধর্ম ইসলামেও
আছে জাতি ভেদের জাঁতাকল
কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল।

খারিজী-ইমামী-সুফী-ফাতিমী-বাহাই
ওয়াহাবী-ইসমাইলী-দ্রুজ ভেদের অন্ত নাই
দেখি ভাইয়ে ভাইয়ে মুসলিম বিশ্বে চলিছে লড়াই
গোলাগুলি অনর্গল।
কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল।।

দেখি শিয়া নামাজ পড়ে ভিন্ন মসজিদে গিয়া
সুন্নীর মসজিদে স্থান পায় না আহম্মদীয়া
এই মুসলমান সমাজেও দেখি ধর্মভেদ নিয়া
নিত্য তিক্ত কোলাহল।
কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল।।

দেখি ‘কুল্লু মুসলিম এখোয়াতুন’ হাদিসের পাতায়
মুসলমান একে অন্যের ভাই আল্লাহর দুনিয়ায়
তবে খোদার ঘর আরবের ওই পবিত্র কাবায়
কেন বইলো হাজীর রক্তের ঢল।
কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল।।

তাই নকুল বলে ধর্মের মর্ম না বুঝে শেষে
সারাজীবন রইলাম আমি নাস্তিকের বেশে
অস্থির-অশান্ত-উগ্র এই দুনিয়ায় এসে
সম্বল হলো চোখের জল।।

—————————————-
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: কোলকাতায় নকুল বিশ্বাস
রচনা- ০৭.০১.৮৮
মিরপুর, ঢাকা।

কৃতজ্ঞতা: এভারগ্রীন বাংলা লিরিক
=================================

ইসলাম শান্তির ধর্ম- এটা ইসলামের একটা মার্কেটিং শ্লোগান হলেও আসলে শান্তিপ্রিয় মানুষ মাত্রই নাস্তিক!

Category: চুতরাপাতাTag: ধর্ম
Previous Post:হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সে সরকারের পক্ষ হতে উপস্থাপিত জবাব সংক্রান্ত বিষয়াদি
Next Post:সপ্তদিনপঞ্জি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top