• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

১৩টা দিন অনেক সময়

You are here: Home / চুতরাপাতা / ১৩টা দিন অনেক সময়
April 8, 2013

১৩টা দিন অনেক সময়। ২৪টা ঘন্টাও যে কত ঘন্টা আগে পার হয়ে গেছে- ভুলে গিয়ে তীর্থের বৃষ্টি ভেজা কাউয়ার মত দাঁড়িয়ে আছি।

চোরায় না শোনে ধর্মের কাহিনী। আর এতো জামাত শিবির রাজাকার। কিংবা আমাদের মহামান্য রাজনীতিবিদ নেতা নেত্রী সরকার প্রশাসন, তারাই বা কম কিসে। আমাদের এত মিষ্টি মিষ্টি কথায় যদি চিড়া ভিজত তাহলে মানুষ আর রক্ত-আগুন ঢেলে বিপ্লব করত না; প্রতিটা স্ট্যাটাসেই এক একটা কইরা বিপ্লব ঘইটা যাইত।

ক্ষমতার লোভ আমাদের পেটের মধ্যে–সে যতই স্বাধীনতার চেতনাধারী বা জাতীয়তাবাদী হোক না কেন। আর সেই সাথে আমাদের রন্ধে রন্ধে ধর্ম! সবাই উপরে ধর্ম। একটা মানুষ খুন হলেও আমরা খুঁজি লাশের ধর্ম!

তো যা বলছিলাম, চোরায় না শোনে ধর্মের কাহিনী। আবার ধর্ম বলে, কাকে কাকের মাংশ খায় না। আমরা যতই মনুষত্বের কথা বলি না কেন, যতই স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি না কেন, রাজনীতিবিদরা হিসাব করে ক্ষমতার। যদি অন্য কিছু করেও, সেটাও হবে ঐ ক্ষমতার জন্য। সবার উপরে ক্ষমতা সত্য, তাহার উপরে নাই।

১৩টা দিন অনেক সময়। পেটে যতই চেতনা থাক না কেন, মুখে কিছু না জুটলে… আর কিছু জুটাতে হলে কামলাও তো দিতে হবে। যতই দিন যাবে, তীব্রতা ততই কমে আসবে। সবাই তো আর রাজাকারদের মত কপাল নিয়ে বাংলাদেশে আসে নাই যে আসা মাত্রই জিয়ার মত কেউ সোনার চামচ মুখে ধরাই দিছে। এদেশে রাজাকারদের এতই টাকা যে বেহেস্তের হুরপরীও ভাড়া করে নিয়ে আসতে পারে বিশ্বামিত্রদের ধ্যান ভাঙাতে!

ধ্যান ভাঙতে হবে নিজেদেরই। মন্ত্র পড়ে ফু দিলেই আবর্জনা সাফ হয়ে যাবে, মুক্তি এসে হাতে ধরা দেবে- এমন বিশ্বাস তো এই যুগের মুক্তিযোদ্ধাদের নেই বলেই জানতাম। কর্ম করে যে নিজের অর্জন করে নিতে হয়, সেই যুক্তিবোধগুলা কোনো আবেগের বন্যায় ভেসে গেছে, সেটা এখনো বিশ্বাস করি না।

১৩টা দিন অনেক সময়। প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না। আসেন কিছু একটা করি। নয়তো ৪২ বছর ধরে যেমনে বাল ফেলাইতে ছিলাম, ঘরে ফিরা গিয়া সেভাবেই বাল ফেলাই।

ফেব্রুয়ারি ১৭, ২০১৩

Category: চুতরাপাতাTag: থাবা বাবা
Previous Post:এক নজরে জামায়াতের ঘৃণ্য ইতিহাস (১৯৪১-২০১৩)
Next Post:কাহিনী এরশাদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top