লিখেছেন: আরিফুর রহমান
আমাদের উচিত বালের কন্ঠ বা এসকল বালছাল পত্রিকাগুলির সমপাতকদের সুমতি বরাবরে দরখাস্ত নাজিল করা..
যাতে বিজ্ঞাপন ফী’স না নিয়েও এসব ধর্মব্যবসার বিজ্ঞাপন তাহারা না ছাপায়.. সত্যের লেশমাত্র নাই, বালছাল ছাপায়ে চলছে সবগুলি পত্রিকা।
আমাদের, অর্থাৎ মুক্তমনাদের আলসেমি ও ভীতু আচরনও এর জন্য দায়ী। ধর্মীয় শালারা সবসময় ফাঁকা মাঠেই গোল দিয়ে যাচ্ছে.. আর আমরা শালা বসে বসে ধর্মানূভুতির দোহাই দিয়ে আড়ালে থেকে যাচ্ছি। সবারই জানের ভয়..
অথচ সত্য হলো ধর্মচাড়ালগুলা এক ধরনের বেড়াল, ম্যঁও ম্যঁও করে প্রচুর… কিন্তু ধরে মাইর দিলে খাটের তলায় গিয়ে লুকায়।
আর আমরা বাঘ হওয়া সত্বেও টুঁ শব্দ তো করিই না.. বেড়ালের ম্যাও ম্যাও শুনেই ভড়কে যাই।
(এখন আবার বইলেন না ‘দেশে থাকলে বুঝতেন’, ‘জানের ডর তো আপনার নাই’… ইত্যাদি ইত্যাদি…)
Leave a Reply