লিখেছেন- Bhowmik Da
ফেব্রুয়ারি মাসে আমরা সবাই কমবেশি ইংরেজি-হিন্দির চৌদ্দগুষ্টি উদ্ধার করে থাকি। কারা উদ্ধার করেন ? আব্দুর রহমানেরা, সাঈদুল ইসলামেরা, হেমায়েত আশরাফেরা, কামরুল হাসানেরা।
একটা প্রশ্ন রাখা যেতে পারে, এইসব আব্দুর রহমান, সাঈদুল ইসলামেরা জাতিতে কী ?
উত্তরটা যদি “বাঙালি” হয়, তবে আমি তীব্র সন্দেহ পোষণ করে বলি, “বাঙালির নাম হলে নামের শব্দগুলো আরবি-ফারসি-ঊর্দুতে কেন ?”
বাঙালি হিসেবে আমাদের নাম হওয়া উচিত ছিলো বাংলাতেই, কিন্তু তা না হয়ে দেশের বেশির ভাগ লোকের নাম হয়েছে আরবিতে, উর্দুতে, ফারসিতে।
ভাষার মাসে নবজাতকদের বাবা-মায়েদের কাছে আকুল আবেদন, আপনার সন্তানের নাম বাংলাতে রাখুন। আশরাফুল হক আর ইজ্জত আলীরা বাংলা ভাষার ইজ্জত বাড়াবে না।
তবে আপনার সম্মান অনেকখানি বাড়বে ভাষাপ্রেমীদের কাছে, যদি আপনার বাচ্চাটির নাম রাখেন একুশে, যদি বাচ্চার নাম হয় বাংলা, যদি বাচ্চার নাম হয় স্বপ্ন, যদি বাচ্চার নাম হয় ফাল্গুন।
আসুন, ভুলে যাই সকল তথাকথিত “ধর্মীয়” ভাষা, আপন করে নেই নিজেদের ভাষাটাকেই। আমাদের ধর্মপরিচয় যেন আমাদের জাতিগত পরিচয়ের ওপর রাজত্ব করতে না পারে।
“আমি হিন্দু/ মুসলমান/ বৌদ্ধ/ খ্রিষ্টান বলার চাইতে যেন “আমি বাঙালি” বলতেই আমরা সুখ বোধ করি।
সবাইকে ভাষার মাসের শুভেচ্ছা এবং প্রয়াত ভাষাসৈনিকদের জন্য প্রাণভরা শ্রদ্ধা।
Leave a Reply