‘ওপেন সিক্রেট’ একটা ভয়ঙ্কর টার্ম। বিশেষ করে বাংলাদেশের মত জায়গায় এর মত ভয়ঙ্কর ব্যাপার খুব কমই আছে।
অপহরণ, অতঃপর গুম হয়ে যাওয়া–ওপেন সিক্রেট–ভাগ্যক্রমে কেউ কেউ বেঁচে ফেরে বটে–কিন্তু কারা এই কাজগুলো করে, কেন করে, কীভাবে করে–আমরা মোটামুটি সবাই জানি এসব কাহিনী। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ–ওপেন সিক্রেট–এসব কী এবং কেন–পুলিশের হাতে গ্রফতার হওয়া আসামী কীভাবে ক্রসফায়ারে মারা যায়–আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
নাস্তিক হত্যা–ওপেন সিক্রেট–কারা কীভাবে নাস্তিকদের ইনফো কাদের কাছে পাচার করে, কারা এসবের প্লান করে, কারা নাস্তিকদের কোতল করে, খুনীরা হাতে-নাতে ধরা পড়ার পরেও কেন কিছু হয় না–আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
পায়ের তলার মাটি সরিয়ে দেয়ার হুমকি–ওপেন সিক্রেট–এমন নয় যে হুমকি গোপনে দেয়া হয়… সবার সামনেই, পাবলিকলি এসব হুমকিধামকি চলে… কারা এসব হুমকি দেয়, কেন দেয়, তাদের এরকম দুঃসাহসের উৎস কী, কীসের জোরে এমন করে–আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
ডিজিএফআই-সরকার-প্রশাসন-ডিবি-পুলিশের দালালি–ওপেন সিক্রেট–কারা এসব দালালি করে, কেন করে, কীভাবে করে, এরকম কারা কারা নাস্তিকদের মধ্যে ঘাপটি মেরে আছে, কেন আছে, কীভাবে আছে–আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
আইডি খাওয়া–ওপেন সিক্রেট–পাবলিকলি ঘোষণা দিয়ে আইডি খাওয়া হয়… কারা খায়, কেন খায়, কীভাবে খায়–আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
আন্দোলন–ওপেন সিক্রেট–আন্দোলন কারা করে, কেন করে, কীভাবে করে, কারা অর্থ যোগায়, কেন যোগায়, কীভাবে যোগায়–আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
বিরানি খাওয়া–ওপেন সিক্রেট–কারা খায়, কেন খায়, কারা খাওয়ায়, কীভাবে খাওয়ায়, কেন খাওয়ায়–আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না…
এছাড়া–কারা কাদের সাথে গ্রুপিং করে, কেন করে, কারা কাদেরকে লিক-কমান্ড দিয়ে সবসময় পাছায় থাকে, কেন থাকে–ওপেন সিক্রেট… তবুও চোরের মার বড় গলা…
ওপেন সিক্রেট… চলছে… চলবে… আমরা সবাই জানি। তারপরেও ব্যাপারটা সিক্রেট… আমরা কেউ জানি না… কেউ মুখ খুলি না… কারণ এসব যত কম জানা যায়, তত ‘নিরাপদে’ থাকা যায়… জেনে গেলে… মুখ খুললে আর পায়ের তলায় মাটি থাকবে না…
Leave a Reply