বাংলাদেশে জামাত শিবিরের ৫০ টাকা দিয়ে মসজিদ ভাঙা সত্ত্বেও কোন মুসলিমের ভাবান্তর নেই। কয়েকজন মুক্তমনার হাত ধরে সম্ভবত খবরটা কিছুটা ছড়ায়। তাদের একটাই ম্যাসেজ ছিল তা হল ধর্মের নামে এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে কেউ ভবিষ্যতে না ঘটায়। কিন্তু যে দেশের মুসলিম সমাজ বিধর্মী কোন দেশে মসজিদে সামান্য হামলা হলেও কান্নাকাটি করে ফেসবুকে শোর তুলে। কিন্তু নিজের দেশের ধর্ম ব্যবসায়ীদের হাতে মসজিদ ভাঙা সত্ত্বেও তাঁরা চুপ কেন? ঐসব ব্যক্তিদের কল্লা ফালানোর কোন ঘোষণাও কোথাও শুনলাম না। নিজের দেশকে না শুধরিয়ে বিধর্মী দেশের খবর রটিয়ে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে এইসব মায়াকান্না কেন? আর এইসব ধর্মান্ধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সাধারণ মুসলিমদের বিবেক বন্ধ কেন? তাঁরা জাতীয় মসজিদ থেকে দোষীদের শাস্তি দাবী করে কোন মিছিলও করতে দেখা গেল না জুমাবার হওয়া সত্ত্বেও। অথচ তাঁরা কার্টুনিস্ট আরিফের কার্টুন নিয়ে সারা বাংলাদেশে ইসলামের বিপর্যয় দেখল কিন্তু হীনস্বার্থ চরিতার্থ করতে আল্লাহর ঘরে আঘাতও তাঁদের মনে দাগ কাটতে পারে নি। প্রমাণ আছে জামাত শিবিরের কিশোর উপন্যাসে ঐ কার্টুনটি প্রকাশিত হয়েছিল আরও ২০ বছর আগে। এই জামাত শিবিরের অপকর্মে কখনও মুসলিমদের ধর্মে আঘাত আসতে দেখি নি যতটা দেখি ঢাকঢোল বাজালে আর কার্টুন আঁকতে দেখলে। তাদের ধর্মীয় অনুভূতিটা আসলে কোথায়? তাহলে কি এই জামাত শিবির ভণ্ডদের নিকট বরাবরই জিম্মী থাকে সাধারণ মুসলিমের বিবেক?
–Myforbidden Kingdom
Friday, February 17, 2012 at 11:23pm
Leave a Reply