নবীজির ছবি আঁকা নিষেধ মুসলমানদের জন্যে (সারা জীবনে করা কুকীর্তির কারণে মুখে দেখানোর জো নেই বলে )। ভিন্ন- বা বিধর্মীদের কেউ তাঁর ছবি আঁকতে পারবে না. এমন কথা কোথাও বলা আছে? মদ্যপান, শুয়োরের মাংসভক্ষণ ইসলামের অনুসারীদের জন্য নিষিদ্ধ বলে অন্যদেরও তা মেনে চলতে হবে? এবং না মানলে হুমকি, হত্যা এবং ইত্যাকার ইসলামী প্রথা অবলম্বন করতে হবে?
২০ মে – বিশ্ব মুহম্মদ-অঙ্কন দিবস। প্রাসঙ্গিক আরও একটি দুর্দান্ত ভিডিও।
ডাউনলোড তরিকা
ইন্টারনেট ইতোমধ্যে ছয়লাপ হয়ে গেছে নবীকে নিয়ে শৌখিন শিল্পীদের আঁকা কার্টুন, কোলাজ আর ছবিতে। কয়েকটি নমুনা দেখানো যাক।
Leave a Reply