পোস্টটি লিখেছেন ধর্মকারীর একজন পাঠক।
এতোকিছু বুঝতাম না। ফুটবল পছন্দ করি, পছন্দ করি ইরানি সিনেমা। “অফসাইড” যেহেতু ছিলো ‘ফুটবল নিয়ে ইরানি সিনেমা’ তাই দেখার জন্য উতলা ছিলাম ভীষণ। টরেন্টে পাওয়াই যায়না। মনের এই ধরণের ইচ্ছা অনিচ্ছার কথা একঘুমেই ভুলে যাই, কিন্তু ‘অফসাইড দেখা দরকার’ এইটা ভুললাম না, মাঝে মাঝেই নেটে কিংবা এ ওর কাছে খুঁজি। তারপর প্রায় একবছর পর খোঁজ পেলাম।
এই সিনেমাটার কথা আমার সারাজীবন মনে থাকবে দুটো কারণে।
এক: খুব ভদ্রভাবে মনের ভাব ফুটিয়ে তোলা অসাধারণ একটা ব্যাপার, যেটা আমার মধ্যে একদমই নেই। আমি ধর্ম সংক্রান্ত কিছু হলেই ধুম ধাম ঝগড়া শুরু করে দেই। এই সিনেমার বক্তব্য মার্জিত, ধীর-স্থির কিন্তু তীক্ষ্ম।
দুই: ইসলাম ধর্মে নারীকে কীভাবে পুরুষ আল্লাহ পিষে ফেলে ফেলেছেন সেটা নিয়ে লেখা, ডকুমেন্টারি, মুভির অভাব নেই সত্য। কিন্তু সেগুলো ধার্মিকদের কানে পৌঁছায় না, কারণ ধার্মিকরা মনে করে, এইগুলো বিধর্মীদের মিথ্যা প্রচারণা, ভুয়া, বানোয়াট কথা। কিন্তু অফসাইড দেখলে সামান্য শিক্ষিত বিচারবুদ্ধিসম্পন্ন কেউই তেমনটা বলতে পারবেন না। অন্ততঃ সামান্য সময়ের জন্য তার মনেও ইসলাম, ইসলামী রাষ্ট্র কায়েম, ইসলামে নারীর মর্যাদা নিয়ে চিন্তা জাগ্রত হবে।
ফুটবল খেলাটা অনেকেই পছন্দ করে। পছন্দ অপছন্দে তো ছেলে মেয়ে ভেদাভেদ থাকেনা। কিন্তু নারীদের শরীর অন্যরকম বিধায় তারা ঘর থেকে বের হলেই পুরুষরা তাদের ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে এমন মনে করা ইসলামী প্রজাতন্ত্র ইরানে মেয়েদের জন্য সকল ধরনের পুরুষদের খেলা স্টেডিয়ামে গিয়ে দেখা নিষিদ্ধ। ২০০৫ সালের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে ইরানের একটা গুরুত্বপূর্ন ম্যাচ ছিলো। সেই ম্যাচে কয়েকজন ফুটবল পাগল মেয়ে আবেগের বশে তবুও চেষ্টা করছিলো স্টেডিয়ামে ঢুকতে, অবশ্যই পুরুষ সেজে। কাহিনী শুরু সেখান থেকেই …
ধর্মকারীর পাঠকদের অফসাইডের গল্প অনেক আগেই বলার কথা ভেবেছিলাম কিন্তু বলা হয়নি। আজ হঠাৎ বলতে ইচ্ছা হলো এই খবরটা দেখে। “অফসাইড”-এর ডিরেক্টর একবছর ধরে ইরানের কারাগারে। মুক্তমনা এবং ইসলামী রাষ্ট্রের সমালোচনাকারী বিধায় তাঁকে সপরিবারের গ্রেফতার করা হয়েছিলো একবছর আগে। কেন হবে না? যারা অন্ধকারে থাকে, তাদের আলো দেখালে তারা ক্ষেপে উঠবে না?
অফসাইড-এর ডাউনলোড লিংক।
র্যাপিডশেয়ার:
http://rapidshare.com/files/190469499/OffSide.part1.rar
http://rapidshare.com/files/190017087/OffSide.part2.rar
http://rapidshare.com/files/190091009/OffSide.part3.rar
http://rapidshare.com/files/190116030/OffSide.part4.rar
http://rapidshare.com/files/190271098/OffSide.part5.rar
http://rapidshare.com/files/190318797/OffSide.part6.rar
http://rapidshare.com/files/190356818/OffSide.part7.rar
(র্যাপিডশেয়ারের লিংকগুলোর জন্য আরিফুর রহমানকে ধন্যবাদ)
Leave a Reply