• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

পুরুষের ভালো কিছু গুনের তালিকা

You are here: Home / চুতরাপাতা / পুরুষের ভালো কিছু গুনের তালিকা
January 2, 2017

– পুরুষ নারীকে দেয় সর্বোচ্চ সম্মান।
– পুরুষেরা যা করে, সব নারীর ভালোর জন্য।
– পুরুষ নারীকে দিয়েছে সম্পত্তিতে সমান অধিকার।
– পুরুষেরা আগে আগে পথ চলে, নারীরা পিছে, অর্থাৎ পুরুষেরা নারীদের পথ দেখিয়ে নিয়ে যায়।
– নারীদের কখন কী পোশাক পরা উচিত, কখন কী বলা উচিত, কখন কী লেখা উচিত, সেটা পুরুষেরা ঠিক করে দেয়।
– নারীদেরকে কোন সাইজে, কেমন ফিগারে সুন্দর লাগবে, সেটা নিয়া পুরুষেরাই চিন্তিত সৈকত।
– কোন বয়সের নারীদের সাথে সেএণ্ডক্সে বেশি মজা, সেটা পুরুষেরা নির্ধারণ করে দেয়।
– পুরুষের চওড়া বুক দেয় নারীদের সর্বোচ্চ নিরাপত্তা।
– পুরুষদের জন্য ইহকালেই নারীরা পেয়ে যাচ্ছে বেহেস্তের সুখ–পুরুষের পায়ের তলাতেই নারীদের বেহেস্ত।
– নারীর ‘সতীত্ব’ নিয়ে পুরুষ সর্বদা চিন্তাশীল, এবং সেটা সবসময় রক্ষা করতে সচেষ্ট থাকে।
– নারীদের খাওয়া-পরার খরচ জোগায় পুরুষেরা।
– নারীকে বীর্য দান করে সন্তান দিয়ে মা বানিয়ে নারীজন্ম সার্থক করে পুরুষেরা।
– কখনো বাবা, কখনো স্বামী, কখনো সন্তান হয়ে নারীদের অভিভাবক হওয়ার গুরু-দায়িত্ব গ্রহণ করে পুরুষেরা।
– ‘পতিতাবৃত্তি ব্যবসায়’ যাতে লাল বাত্তি না জ্বলে সেজন্য পুরুষেরা খদ্দের হয়ে সাহায্য করে।
– পুরুষেরা ঈভ-টিজিং, যৌন নির্যাতন, এবং ধর্ষণ করে নারীদের ভয় দেখায় যাতে তারা ঘরের বাইরে বের হয়ে বিপদে না পড়ে।
– নারীদের সুখের জন্য পুরুষেরা নিজেদের পকেটের টাকা খরচ করে কলিকাতা হারবালের শরনাপন্ন হয়।
– আর পুরুষের ঈমানদণ্ড–সে তো শুধু নারীদেরই সুখের জন্য।
– …

(পুরুষের গুনের তালিকা শেষ হবার নয়। আপনাদের আরো কিছু মনে পড়লে এড করে দিতে পারেন।)

====আপডেট====
– পুরুষেরা নারীদেরকে পাপ-পঙ্কিলতা থেকে ‘উদ্ধার’ করার জন্য সাত-আসমানের উপর থেকে ধর্ম আনে, ধর্মগ্রন্থ নাজিল করে, নবী হয়, ফেরেস্তা হয়, অবতার হয়…
– পুরুষেরা নারীদের জন্য দিওয়ানা হয়, গান লেখে, কবিতা লেখে…
-পুরুষেরা নারীদেরকে দেবী বানিয়ে হৃদ-মন্দিরে রেখে পূজা দেয়…
– পুরুষেরা নারীদের ইনবক্সে, অ্যাপসে মিনিটে মিনিটে মেসেজ দিয়ে খবরাখবর নেয়…
– পুরুষেরা নিজ খরচে নারীদের ফোন দেয়। নারীদের ফোনে ব্যালান্স না থাকলে টাকা ভরে দেয়…
– জানু্পাখী টিয়াপাখী ময়নাপাখী কলিজার টুকরা লইট্যা-ফিস সোনাটা বাবুটা– এরকম আদর করে পুরুষেরাই নারীদের ডাকতে পারে…
– বাইরে ঘোরাঘুরি-খাওয়া-দাওয়ার খরচটা পুরুষেরাই বহন করে…

Category: চুতরাপাতা
Previous Post:সাইমুম (উপন্যাস: পর্ব ২২)
Next Post:সাইমুম (উপন্যাস: পর্ব ২২)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top