কিছু ইসলামিক “জেনারেল নলেজ” থেকে কিছু তথ্য দেখা যাক:
– মুত্তালিবের পুত্র আবদুল্লাহ আমিনাকে বিয়ে করেছিল?
– হ্যাঁ।
– একই দিনে আবদুল্লাহর পিতা মুত্তালিব আমিনার কাজিন হালারে বিয়া করছিল?
– হ্যাঁ।
– আবদুল্লাহ বিয়ার কয়েকদিন পরেই সিরিয়ায় বাণিজ্যে চলে যায়?
– হ্যাঁ।
– আবদুল্লাহর সাথে আমিনার আর দেখা হয়েছিল?
– না।
– আবদুল্লাহ আর আমিনার সন্তান মুহাম্মদ?
– হ্যাঁ।
– নবী জন্মের আগেই আবদুল্লাহ মারা যায়?
– হ্যাঁ।
– নবী জন্মের কতদিন আগে আবদুল্যাহ মারা যায়?
– কয়েক মাস।
– মুত্তালিব-হালার সন্তান, নবীজির চাচা ছিল হামযা?
– হ্যাঁ।
– হামযা নবীর চাইতে কত বছরের বড় ছিল?
– ৩/৪ বছরের।
ওপরের এই তথ্যগুলো নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। ইসলামিক রেফারেন্স তো আছেই, সেই সাথে এত দিনের প্রচলিত কথা – এ নিয়ে এতদিন কেউ কোনো আপত্তি করেও নাই।
এখন এই তথ্যগুলোতে গণ্ডগোল আছে কি না – এমন প্রশ্ন যদি তোলা হয়, তাহলে যাদের সময়-জ্ঞান এবং যুক্তি বোঝার মত সামর্থ্য আছে, তারা বলবেন – হ্যাঁ, আছে। আপনি যুক্তি বোঝেন? সময়-জ্ঞান আছে? তাহলে এই গল্পের গণ্ডগোল বা গোঁজামিলটা আপনিও ধরতে পারবেন।
* উত্তর খুঁজে না পেলে এখানে ক্লিক করুন।
===============
লেখাটা ফেসবুকের আগের পাল্লাপেজে ছিল। সেই পেজটা ডিলিট হয়ে যাওয়াতে পরে খুঁজে দেখি ধর্মকারীতে একটা কপি আছে। সেখান থেকে আবার এখানে একটা ব্যাকআপ রাখা হলো।
Leave a Reply