• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ধর্ম কোনসময় সুখ দিতে পারেনি – অনন্য আজাদ

You are here: Home / চুতরাপাতা / ধর্ম কোনসময় সুখ দিতে পারেনি – অনন্য আজাদ
February 11, 2012

এই পৃথিবীতে অনেক ধর্মই আছে কিন্তু আমাদের বাঙলাদেশে একটাই ধর্ম। সেই ধর্ম ইসলাম ধর্ম নামে সুপরিচিত। এই ধর্মে কোন ঝামেলা নেই। শুধুই শান্তি, তৃপ্তি, আনন্দ। এই ধর্মে মারামারি, হানাহানি, রাহাজানি কিছুই নেই। এই ধর্মে নাকি বলা আছে, সব ধর্মই সমান, প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্যে এবং আমাদের বাঙালি জ্ঞানহীন, মগজহীন, মস্তিস্কবিকৃত ধার্মিক কাকুরা ধর্মের নামে অধর্মের কাজ করলেও তা জায়েজ কিন্তু আমি যদি সমালোচনা করি আমি নাস্তিক।

মুসলমান সবই পারে। মানুষ মারতে পারে, মন্দির ভাঙতে পারে, হিন্দু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ করা, তাদের বাড়িঘর পুরিয়ে ফেলতে পারে- শুধু মুসলমানরাই পারে। এতে কোন গুনাহ নেই। কোন হিন্দু যদি ইসলাম নিয়ে বিদ্রূপ করে তাহলে দেশ থেকে বিতারিত করা বাধ্যতামূলক। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা প্রায়ই দেখা যায় যদিও মন্দির ভাঙ্গা সওয়াব, এক একটি মূর্তি ভাঙলে সে ততদ্রুত বেহেস্তে যেতে পারবে। এছাড়া কোন এক কাল্পনিক ভণ্ড পুরুষ তিনিও মূর্তি ভাঙতে পারদর্শী ছিলেন সুতরাং ইসলাম মুসলমানদের আদেশ দেয় সাম্প্রদায়িকতা ও সহিংসতা সৃষ্টি করতে। এখনও ধর্ম পালন করবেন! করবেন; তাহলে করেন।

ধর্ম কোনসময় সুখ দিতে পারেনি। সৃষ্টি করেছে জটিলতা। পৃথিবীর সকল ধর্মই অবাঞ্ছিত গাধাদের দ্বারা সৃষ্টি।

—Ananya Azad
Friday, February 10, 2012 at 2:50pm

Category: চুতরাপাতাTag: অনন্য আজাদ, সাম্প্রদায়িকতা
Previous Post:শুধুই বাঙালি মনে হয় কখনো ছিলামই না
Next Post:দারুণ কিছু বিলবোর্ড

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top